হাবিব আহমদ,স্পেশাল প্রতিনিধি।
সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে নবাগত একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজের নবীন শিক্ষার্থীদেরকে।এছাড়া এনটিআরসিএ থেকে নিয়োগ প্রাপ্ত প্রভাষক বৃন্দকেও ফুল দিয়ে বরণ করা হয়।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কলেজের প্রধান গেইট হতে সাজানো হয় গোটা কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে।
শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষক ও আগত অতিথিবৃন্দ।তোয়াকুল কলেজে (২০২৫-২০২৬)শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার। কলেজের প্রভাষক শিব্বির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য হাজী সিরাজুল ইসলাম, সামসুদ্দিন আল আজাদ, তাহির আলী, রুহুল আমীন এবং বিভিন্ন বিষয়ের প্রভাষক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবীন বরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও কলেজের সমৃদ্ধি কামনা করেন তোয়াকুল ইউপির বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ লোকমান ও সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ।