শামীম আহমদ,সিলেট জেলা প্রতিনিধি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের পাশেই সোনাটিলা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
তবে, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়েও প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের সোনাটিলা এলাকায় আশ পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাফলং বিট অফিসার মারুফ আল মুকিত বলেন, সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।