মোঃহেলাল উদ্দিন,পানছড়ি খাগড়াছড় প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ।
বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুরে
ক্ষুব্ধ গ্রাহকরা পানছড়ি বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী চঞ্চল চৌধুরীকে অফিস থেকে টেনে-হিঁচড়ে সেনাবাহিনীর পানছড়ি সাবজোনে নিয়ে যান।
এসময় থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতাকে থামাতে পারেনি। নারী-পুরুষের অংশগ্রহণে বিশাল সংখ্যক লোক প্রকৌশলীকে নিয়ে সরাসরি সেনা ক্যাম্পে প্রবেশ করে।
পরবর্তীতে দায়িত্বরত সেনা কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেন। তারা উত্তেজিত জনতাকে শান্ত করে জানান—
“যাদের বিদ্যুৎ বিল মিটারের রিডিংয়ের তুলনায় বেশি এসেছে, তারা বিলের ফটোকপি জমা দিন। খুব দ্রুতই এর সমাধান করা হবে।”
স্থানীয়দের অভিযোগ,গত কয়েক সপ্তাহ ধরে পানছড়ির বিভিন্ন এলাকায় ভুতুরে বিদ্যুৎ বিল আসতে শুরু করেছে। এই অস্বাভাবিক বিল পরিশোধে ভোগান্তি ও ক্ষোভই জনতার ক্ষিপ্ত হওয়ার মূল কারন।