লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাত দফা দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দুপুর আড়াইটা পর্যন্ত। এ কারণে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে অসংখ্য যানবাহন আটকা পড়ে । এতে ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী।শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে এবং প্রকৌশল খাতে তাদের প্রাপ্য অধিকার হরণ করা হচ্ছে। এসব সমস্যার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।