স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ শহরের মহিলা কলেজ রোডের হরিজন পট্টিতে চাঁদা না দেয়ায় হামলা করা হয়েছে।
এ ঘটনায় মহিলাসহ ২ জন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন দুই চাঁদাবাজকে আটক পুলিশ ও সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন।
স্থানীয় সুত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
পুলিশ ও আহতরা জানান,
এক দল অজ্ঞাতনামা চাঁদাবাজ বাবুল হরিজনের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে।
কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে তার বাসায় হামলা ও ভাংচুর চালায়।
এ সময় বাবুল ও এক মহিলাকে মারধোর করে।
তাদের চিৎকারে হরিজন সম্প্রদায়ের নারী পুরুষ এসে ছাত্রদল পরিচয়দানকারী পুরান মুন্সেফী এলাকার হাবিবুর রহমান ও ২নং পুল এলাকার রাব্বিকে আটক করে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকাবাসী ধাওয়া দিলে চাঁদাবাজরা
পালিয়ে যায়।
জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একটি চক্র চাঁদাবাজি করে আসছে।
মামলার ভয় দেখানো, মানুষকে ধরিয়ে দেয়াসহ নানান ভাবে টাকা হাতিয়ে নিয়েছে ওই চক্র।
ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, পুলিশ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমান চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
কিন্তু এরপরও তাদের দমন করা যাচ্ছে না।