স্টাফ রিপোর্ট :
হবিগঞ্জের স্থানীয় দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশনা ডিক্লারেশন বাতিল করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী ডিক্লারেশন বাতিলের পর থেকে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশের আইনগত বৈধতা আর নেই।
এতে আরও বলা হয়, পত্রিকাটির প্রকাশনা সংক্রান্ত নিয়মাবলি ও শর্ত পূরণে ব্যর্থতা এবং প্রশাসনিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে পত্রিকাটি আর নিয়মিতভাবে প্রকাশ বা বিতরণ করা যাবে না বলে জানা গেছে।