1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :

নবীগঞ্জের ইমামবাড়িতে ওজনে মিষ্টি কম দেওয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ  

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিষ্টির দোকানে ওজনে কম দেয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালিয়ারভাঙা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান। এ সময় মিষ্টির ওজন কম দেয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি নিয়ে সাদমান তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

এর জের ধরে রাত ৭টার দিকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী টর্চ লাইট জ্বালিয়ে চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে, গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট