হবিগঞ্জের বাহুবলে টমটমযোগে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ১৮ অক্টোবর রাত সোয়া ৭ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট এলাকায় অভিযান চালায়।
এসময় চুনারুঘাটের ঘনশ্যামপুর ফিরোজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৮) ও দারাগাও বাগানের লক্ষিন্দর বকতির ছেলে শংকর বাকতি(১৮) কে গ্রেফতার করা হয়।
একই সময়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃ গাজার মূল্য অনুমান- ৪৫ হাজার টাকা এবং মাদক কাজে ব্যাবহৃত ০১ টি টমটম জব্দ করা হয়েছে।থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।