মোহনগঞ্জ, নেত্রকোনা উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে ভাষা আন্দোলনের অগ্রণী সৈনিক, বিশিষ্ট শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত আব্দুর রাজ্জাক মাস্টারের ১২তম শাহাদাতবার্ষিকী আগামীকাল রবিবার (১৯ অক্টোবর) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।
দিনব্যাপী আয়োজনে অংশ নেবে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলীয় সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
কর্মসূচির মধ্যে রয়েছে—
রবিবার সকাল ৭টায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ, পরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত। দুপুরে শহরে শোক র্যালি এবং বিকেলে দলীয় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
মোহনগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুজ্জামান শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রয়াত আব্দুর রাজ্জাক মাস্টার ছিলেন মোহনগঞ্জের এক আলোকিত ব্যক্তিত্ব— যিনি শিক্ষকতা, ভাষা আন্দোলন ও সংস্কৃতিচর্চায় রেখেছেন অসামান্য অবদান। তাঁর মৃত্যুবার্ষিকীতে এলাকাবাসীসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া।