মীর দুলাল।।
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে চুনারুঘাট পৌরসভার নতুনবাজার এলাকার বান্নিপার্ক রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সংঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দুইজন মাদক কারবারিকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।
ওসি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।