পলাশ চন্দ্র বিশ্বাস
গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ ফয়সাল (৩২) নামে ঢাকা কলেজ পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছে। সে সদর উপজেলার বোরাশী ইউনিয়নের ভেন্নাবাড়ী পশ্চিম পাড়া গ্রামের কামাল শেখের ছেলে এবং এবছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করে অনার্সে ভর্তির জন্য কোচিং করছে। ২৪অক্টোর শুক্রবার শহরতলীর চরপাথালিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানা গেছে , সাকিল আহম্মেদ কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেললাইন পারাপার হচ্ছিল। এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলা গোবরা হতে রাজশাহী যাচ্ছিল। কিছুই আচ করতে না পেড়ে ট্রেনে কাটা পড়ে সাকিল নিহত হয়। গোপালগঞ্জ রেল স্টেশন মাষ্টার রতন বৈদ্য জানান, এলাকাবাসী আমাকে খবর দিলে, আমি রেল পুলিশকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে
মরদেহ পরিবাররের কাছে হস্তান্তর করি।