পলাশ চন্দ্র বিশ্বাস
গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মটর সাইকেলের ধাক্কায় মিরাজ (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা ২৭ অক্টোবর সোমবার ভোর ৫টা ৫৫ মিনিটের
দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ মিয়া বাগের হাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত. জব্বার মিঞার ছেলে। তিনি বেসিক ব্যাংকের নরসিংদী শাখায় কর্মরত ছিলেন। সূত্র মারফত জানা যায়, মিরাজ গ্রামের বাড়ি থেকে মাঝে -মাঝে নরসিংদী কর্মস্থলে যাতায়াত করতেন। গোপালগঞ্জের হাওইয়ে থানার এসআই রোমান মোল্লা মৃত্যর তথ্য নিশ্চিত করেন। সোমবার ভোরে গ্রামের বাড়ি থেকে নরসিংদির উদ্দেশ্য রওনা হয়ে গোপালগঞ্জের ডুমদিয়ায় নিয়ন্ত্রিত হারিয়ে ফেলেন এবং সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো -১৪-২১২১) পিছনে সজোরে ধাক্কা দিলে
ঘটনাস্থলেই মিরাজ নিহত হয়।