মীর দুলাল।।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের উপদ্রবে নিঃস্ব হচ্ছেন রোগীরা। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হলে , র্যাব ৯ সিপিসি ৩ (শায়েস্তাগঞ্জ) এর কোম্পানী কমান্ডার শাহ আলম এর নেতৃত্বে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২৫) ইং সকালে ১১ ঘটিকায় এ অভিযান পরিচালনা করা হয়।
একদল র্যাব সদস্য হাসপাতালে সাড়াশি অভিযান চালিয়ে দালাল চক্রের ৯-সদস্যকে আটক করে।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২'শ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো: মহসীন মিয়া,
দন্ড প্রাপ্তরা হল-
অশিত দাশ (৪০) পিতা প্রশন্ন দাস, গ্রাম কান্দিপাড়া,থানা বানিয়াচং।
রমিজ আলী রনি (২৭) পিতা আরজ আলী, গ্রাম- পৈল, হবিগঞ্জ সদর,
মো: কামাল শাহ (২৫) আইদর শাহ গ্রাম অনন্ত পুর, হবিগঞ্জ সদর,
আসাদুজ্জামান রিপন, (৪৩) পিতা আকল আলী
গ্রাম ; আনন্দ পুর হবিগঞ্জ সদর।
কাউছার( ৩০) পিতা হরুফ মিয়া গ্রাম: হাতিয়া- থানা সুনামগঞ্জ
বিলু মিয়া (৪২) পিতা: ম মজর আলী গ্রাম, সতমুখা, বানিয়াচং
আ: খালেক মিয়া,(২৭) পিতা বেলাল মিয়া,গ্রাম, ফুল গাও থানা চুনারুঘাট হবিগঞ্জ,
নিতু ঘোষ ৩৫) পিতা নিকুঞ্জ ঘোষ, গ্রাম জলসুখা থানা আজমিরীগঞ্জ,
সৌরব রায়( ২১) পিতা, নিখিল রায়, আব্দুল্লাহ পুর তেঘরিয়া হবিগঞ্জ সদর থানার জেলা হবিগঞ্জ।
র্যাব ৯ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার শাহ আলম জানান,
, দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় দালাল চক্রের উপদ্রব বেড়েছে। এদের খপ্পরে পড়ে অনেকে নিঃস্ব হচ্ছেন।
বিষয়টি তাদের নজরে এলে অভিযান চালানো হয়
র্যাব ৯ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার শাহ আলম বলেন অনিয়ম এর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকব,
দন্ড প্রাপ্ত দের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।