।
পলাশ চন্দ্র বিশ্বাস
গোপালগঞ্জ প্রতিনিধি।
বাগেরহাট জেলা সদর হতে ৪.৮ কিলোমিটার দূরে বাগেরহাট - খুলনা মহাসড়কের পাশে রনবিজয় পুর গ্রামে এই দৃষ্টি নন্দন ষাট গম্বুজ মসজিদটি
অবস্থিত। সূত্র মতে জানা যায়, ষাট গম্বুজ মসজিদটি খান জাহান আলী নির্মাণ করেন এবং এর নির্মাণ কাল ১৫ শত শতাব্দীর বা ১৫০০খৃষ্টাব্দের কাছাকাছি। তবে মসজিদের গায়ে কোন শীলা লিপি না থাকায়
কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি। তাই খানজাহানআলী সাবেক নির্মাণ করেছেন বলে অনুমান করা হয়। ষাট গম্বুজ মসজিদ নামকরণ হলে ও ৭৭ টি গন্বুজ রয়েছে। মিনারের চারটি গম্বুজ যুক্ত করলে মোট গম্বুজ দাঁড়ায় ৮১ টি। জনস্রুতি আছে যে, হজরত খানজাহান আালী (র. হ) ষাট গম্বুজ মসজিদ তৈরিতে ব্যবহৃত পাথর চট্টগ্রাম থেকে এনেছিলেন। আবার কারো মতে, ভারতের উড়িশ্যার তাজমহল থেকে অলৌকিক ভাবে জলপথে ভাসিয়ে এনেছিলেন। পুরো মসজিদের উপকরণ হিসেবে ব্যবহৃত হয় চুন,সুরকি
কালো পাথর ও ছোট ইট । ১৯৮৫ সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিজ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে ষাট গম্বুজ মসজিদের পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।