মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি
তানোর (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর তানোরে অন্যের জমি নিজের দাবি করে রোপা আমন আধাপাকা ধান কেটে চুরির অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির কচুয়া মৌজার চৌকিরঘাট ধানী মাঠে ঘটে এ ধান কাটার ঘটনা। এঘটনায় জমির মালিক হাসান আলী সরদার বাদী হয়ে কচুয়া চৌকিপাড়া গ্রামের এমরান মাস্টার ওরফে ফকির মোল্লার পুত্র নাসির উদ্দীন কে প্রধান করে ৬ জনের নামে থানায় এজাহার দায়ের করেছেন। এতে করে উভয় পক্ষের মধ্যে এক প্রকার উত্তেজনা বিরাজ করছে। ফলে ধান কাটার ঘটনায় আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে বাকি জমির ধান কাটার আশঙ্কায় রয়েছে জমির মালিক।
এজাহার সুত্রে জানা যায়, উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির কচুয়া মৌজায় অন্তর্গত আরএস ৫৯১/১ খতিয়ানে আরএস ১৭৭৮ নম্বর দাগে ১ একর ৪ শতাংশ জমি দীর্ঘ প্রায় ১২ বছর যাবত শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন কচুয়া দক্ষিণ পাড়া গ্রামের হাসান আলী সরদার। তিনি জমিতে রোপা আমন ধান রোপন করে। ধানগুলো আধাপাকা অবস্থায় ছিল। কয়েক দিনের মধ্যে কাটা হত। এঅবস্থায় কচুয়া চৌকি পড়া গ্রামের নাসির উদ্দীনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে গত বুধবার সকালের দিকে ধান কাটা শুরু করেন। এসময় জমির মালিক হাসানের স্ত্রী দেখতে পেয়ে বাধা দিতে আসলে তাকে অকাথ্য ভাষায় গালমন্দ করেন ধান কাটা বাহিনী।
জমির মালিক হাসান সরদার জানান, পৈত্রিক সূত্রে ১ একর ৪ শতাংশ জমির মালিক, বিগত ১২ বছর ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি এবং রোপা আমন ধান রোপন করেছি। সেই ধানগুলো আধাপাকা অবস্থায় ছিল। অল্প কয়েক দিনের মধ্যে কাটা হত। কিন্তু গত বুধবার আমি বাহিরে থাকার সুযোগে নাসিরের নেতৃত্বে তিন বিঘার মধ্যে দেড় বিঘা জমির ধান কেটে নিয়েছে। তারা জমির কোন মালিক না হয়েও দিনে দুপুরে চর দখলের মত জমির ধান কেটে নিয়েছে। তাদের যদি জমির কাগজপত্র থাকে দেখাতে পারলে জমি ছেড়ে দিব। ধান কাটার কারনে আমার ৩৬ হাজার টাকার ক্ষতি হয়েছে। ধান কাটা ব্যক্তি নাসিরের মোবাইলে ফোন দেয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।