মীর দুলাল।।
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ১৪০ বোতল ভারতীয় মাদক সিরাপ এস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে পংকজ উরাং-এর ঘরের ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় সিরাপ এস্কাফ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত পংকজ উরাং তেলিয়াপাড়া চা বাগান এলাকার মৃত ফিলিপ উরাং-এর ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যা জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।