এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধ:।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের সতি, জাতুগ্রাম ও শনীরগ্রাম—এই তিন গ্রামের উদ্যোগে মাদক, ইয়াবা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সতি গ্রামের তরুণ সমাজসেবক কামরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই সভাটি অনুষ্ঠিত হয় গত ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টার দিকে জাতুগ্রাম এসডিএফ অফিস প্রাঙ্গণে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বী সফর আলী, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুল ইসলাম। এতে তিন গ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজপ্রেমী মানুষ, শিক্ষক, তরুণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক ও দুর্নীতি সমাজের অগ্রগতির প্রধান অন্তরায়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি ছাড়া একটি সুষ্ঠু ও আদর্শ সমাজ গঠন সম্ভব নয় বলে তারা অভিমত ব্যক্ত করেন।
সভায় প্রধান উদ্যোগতা কামরুল ইসলাম বলেন,
মাদক ও দুর্নীতি সমাজের উন্নয়নকে স্তব্ধ করে দেয়। তরুণ প্রজন্ম যদি মাদকের ছোবলে আক্রান্ত হয়, তবে আমাদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে পড়বে। তাই আজ আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে—আমরা কেউ মাদকের সঙ্গে জড়াবো না, কাউকেও জড়াতে দেবো না। সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, সততা ও মানবিকতার চর্চার মাধ্যমে একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, এই উদ্যোগ এক দিনের নয়, এটি হবে একটি ধারাবাহিক সামাজিক আন্দোলন। গ্রামের প্রতিটি পরিবার ও তরুণকে সচেতন করার জন্য আমরা নিয়মিত সভা, প্রচারণা এবং সামাজিক কর্মসূচি চালিয়ে যাবো।
সভা শেষে উপস্থিত সবাই মাদক, ইয়াবা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, নৈতিক ও সুন্দর সমাজ গড়ার শপথ নেন।