এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।
সিলেট, ৪ নভেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার আওতাধীন গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের ৯৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের সুপারিশক্রমে জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহবায়ক ফয়েজ আহমদ দৌলত এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক কমিটিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট আইনজীবী এডভোকেট লিয়াকত আলীকে আহবায়ক, মোঃ জাকারিয়া রব্বানীকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বলেন, গোয়াইনঘাট উপজেলার তাঁতী সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক ঐক্য এবং বিএনপির আদর্শ তৃণমূলে পৌঁছে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
এছাড়া নবনির্বাচিত সদস্য সচিব আব্দুল মান্নান বলেন, জাতীয়তাবাদী তাঁতীদল সবসময় তৃণমূলের মানুষের পাশে থেকে কাজ করে এসেছে। নতুন এই কমিটি সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং গোয়াইনঘাটে তাঁতী সমাজের উন্নয়ন ও ন্যায়সংগত অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। আমরা বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখব।
কমিটি অনুমোদনের পর সিলেট জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, স্থানীয় পর্যায়ে তাঁতী সমাজের সমস্যা সমাধান ও বিএনপির আদর্শ প্রচারে নতুন কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।
নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের তাঁতী সমাজের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।