মীর দুলাল।। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর পৃথক দুই অভিযানে হবিগঞ্জ জেলায় ধর্ষণ ও অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার এবং একজন শিশুসহ দুই ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে দেশজুড়ে মাদক, হত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাবের অভিযানে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় পৃথক দুটি অভিযান চালানো হয়।
র্যাব জানায়, প্রথম অভিযানে রাত ৭টা ৩০ মিনিটের দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে নবীগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩)-এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলার মূল আসামি মো. রুমান মিয়া (২৮)-কে গ্রেফতার করা হয়। তিনি নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের ছুপু মিয়ার ছেলে। এসময় পাঞ্জারাই এলাকা থেকে অপহৃত এক নারী ভিকটিমকেও উদ্ধার করে র্যাব সদস্যরা।
অপরদিকে, একই রাতে দ্বিতীয় অভিযানে রাত ১১টা ৩০ মিনিটের দিকে বানিয়াচং উপজেলার উত্তর পশ্চিম ইউনিয়নের তকবাজখানি এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩)-এর ৭/৯(১)/৩০ ধারায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. জয় মিয়া (২০)-কে গ্রেফতার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার জলিলপুর গ্রামের তৌফিক মিয়ার ছেলে। এসময় ৭ম শ্রেণির এক ছাত্রী ভিকটিমকেও উদ্ধার করে র্যাব।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামি ও উদ্ধারকৃত ভিকটিমদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।