রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জের ধরে ছাত্তার মৃধা নামে এক কৃষককে গলা কেটে হত্যার দায়ে ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা ও ৩জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো, সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, ফিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ। বেকসুর খালাস পেয়েছে শেফালী খাতুন, ছনেতা খাতুন, হালিমা খাতুন। রায়ের সময় ঠান্ডু ও মিরাজ মৃধা পলাতক ছিল।
মামলা সুত্রে জানাগেছে, ২০১৮ সালের ১৬ জুন সকাল ৭ টায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাগির মালঞ্চি গ্রামের আঃ ছাত্তার মৃধা সহ পরিবারের সদস্যদের উপর হামলা করে।
এ ঘটনায় আঃ ছাত্তার মৃধাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী রাশিদা পারভীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামী করে মামলা দায়ের করে।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আব্দুর রাজ্জাক (২) বলেন, মামলার স্বাক্ষ্য প্রমান শেষে রায়ে ১০জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও ৩জনকে খালাস প্রদান করেছে। রায়ের সময় ২জন আসামী পলাতক ছিল। রায়ে আমরা সন্তুষ্ঠ।