এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।
সিলেটের বিয়ানীবাজার গ্যাসফিল্ডের আবাসিক এলাকা থেকে অনুমতি ছাড়া প্রায় পাঁচ লাখ টাকার গাছ কাটার অভিযোগ উঠেছে সিবিএ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক ও গ্যাসফিল্ডের লোডিং অপারেটর আব্দুর রহমানের বিরুদ্ধে। গত শুক্রবার (৭ নভেম্বর) এ ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গ্যাসফিল্ডের খাসাড়িপাড়া এলাকার ২ নম্বর কূপের আবাসিক এলাকা থেকে আকাশি প্রজাতির ছোট-বড় মোট ২২টি গাছ কাটা হয়। পরে সেগুলো দ্রুত অন্যত্র সরিয়ে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। গাছ কাটার বিষয়ে কোনো প্রকার দাপ্তরিক অনুমতি নেওয়া হয়নি বলেও জানা গেছে।
এ ঘটনায় গ্যাসফিল্ডের অভ্যন্তরে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হলেও অভিযুক্ত নেতার প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে নারাজ বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন কর্মচারী। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অনুমতি ছাড়া গাছ কাটার ঘটনায় সিবিএর শীর্ষ নেতাদের ছায়া থাকতে পারে।
ঘটনার দিনে গোপন সংবাদের ভিত্তিতে মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আব্দুর রহমান রুমী ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ উদ্ধার করেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, এর আগেও আব্দুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে রশিদপুরে বদলি করা হয়েছিল। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি পুনরায় বিয়ানীবাজার গ্যাসফিল্ডে ফিরে আসেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত সিবিএ নেতা আব্দুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমি তো চাইলেই গাছ কেটে বিক্রি করতে পারি না। এ বিষয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করেন।
পরে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
গাছ কাটার ঘটনায় গ্যাসফিল্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য বা আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—তা এখনো জানা যায়নি।