পলাশ বিশ্বাস , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে গোপালগঞ্জে
বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সকাল থেকে গোপালগঞ্জ জেলাখানা চত্বরসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল দেখা গেছে। জেলা প্রশাসন কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো : আসাদুজ্জামান সূত্রে জানা যায়, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রত্যাশিত ঘটনা এড়াতে শনিবার থেকে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার থেকে তারা পুরো গোপালগঞ্জ জেলা টহল দিচ্ছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ ও র্যাব আন্যান্য বাহিনী জেলা ও উপজেলায় টহল অব্যাহত রেখেছে।