নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাকে ১৬ নভেম্বর রোববার সকালে ডিসির কার্যালয়ে বিদায়ী শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত।
মমহানগরী জামায়াতের আমির ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের নেতৃত্বে উক্ত বিদায়ী শুভেচ্ছা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কর্ম পরিষদ সদস্য এড. মাইনউদ্দিন মিয়া, হাফেজ আবদুল মোমিন, আইনজীবী থানার সভাপতি এড. জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারি এড. নিজাম উদ্দিন প্রমূখ।
উল্লেখ ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৫ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে বদলী করা হলো।