মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ভারতীয় জিরায় বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিজিবি ভারতীয় অবৈধ জিরা আটকে বিষয় টি নিশ্চিত করেন।
বিজিবি ৫৫ একটি দল গতকাল সন্ধ্যায়
জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়, সন্দেহজনক একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামে। পরে তল্লাশিতে মালিকবিহীন ভারতীয় জিরা পাওয়া যায়। তল্লাশির সময় পণ্যের কোনো বৈধ মালিক বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জব্দ করা পণ্য ও গাড়িটি আইনানুগ প্রক্রিয়ায় সিজার তালিকা করে শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাঃ তানজিলুর রহমান অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন।