পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাগুপ্তা হক ১৮ নভেম্বর মঙ্গলবার সরকারি কুরপালা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিতি ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার এবং কুরপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। ইউএনও মহোদয় কোমল মতি শিশুদের মাঝে খাবার বিতরণ করেন এবং শিশুদেরকে নিয়মিত ভাবে পড়াশোনা করার পরামর্শ দিয়ে
বলেন, তোমরা আগামীদিনের
কর্নধর, তাই সময় নষ্ট না করে শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী
স্কুলের শৃঙ্খলা মেনে আদর্শ ছাত্র হিসেবে নিজেকে তৈরি করবে। তিঁনি শিক্ষকদেরকে সম্পূর্ণ
মেধা ও প্রজ্ঞার সংমিশ্রণ ঘটিয়ে
পাঠ দান করতে পরামর্শ দেন। ছাত্র - ছাত্রীরা যাহাতে পড়াশোনার প্রতি আগ্রহ না হারিয়ে ফেলে সেই দিকে লক্ষ্য রেখে পাঠদান করার আহবান করেন এবং পুরানো দিনের পাঠদান পদ্ধতির পরিবর্তে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ প্রদান করেন।