মীর দুলাল।। মাধবপুর মহাসড়কের অংশে দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ ও সওজের যৌথ অভিযানে সড়কের দুই পাশের গড়ে ওঠা শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে পরিচালনা করেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী।
এসময় মাধবপুর থানার ওসি সহিদ উল্যা এবং মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
সকাল থেকে আল আমিন ফুডফেয়ার পর্যন্ত দীর্ঘ সড়কজুড়ে চলে উচ্ছেদ অভিযান।
দীর্ঘদিনের দখলের জট, ফুটপাতের ওপর দোকান গড়ে ওঠা, সড়কের ধারে কাঠামো নির্মাণ সব মিলিয়ে এলাকায় সৃষ্টি হয়েছিল নৈরাজ্যকর পরিস্থিতি।
৬ লেন প্রকল্পের কাজও বাধাগ্রস্ত হচ্ছিল বারবার।
সওজ–এর কর্মকর্তাদের দাবি, সড়ক উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নিতেই এ অভিযান।
ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন,মহাসড়ক দখল করে কেউ ব্যবসা চালাতে পারবে না। উন্নয়নকাজে প্রতিবন্ধকতা দূর করতেই আজকের অভিযান।”
এ বিষয়ে ওসি সহিদ উল্যা বলেন মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান চলবে। দখল ছাড়াও অন্য অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।
দিনভর অভিযানে মাধবপুরের গুরুত্বপূর্ণ অংশ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের আশা, নিয়মিত মনিটরিং থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে, কমবে দুর্ঘটনা আর ভোগান্তি