সরস্বতী বিশ্বাসের মহাপ্রয়াণ দিবস ।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
দৈনিক সকাল বেলা ও দৈনিক খবরের কন্ঠ পএিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি পলাশ চন্দ্র বিশ্বাসের মাতা সরস্বতী বিশ্বাসের আজ প্রথম মহাপ্রয়াণ দিবস। ২২ নভেম্বর ২০২৪ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিঁনি মৃত্যুবরণ করেন। পারিবারিক জীবনে এক ছেলে ও
তিন কন্যা রেখে জাগতিক মায়া
পরিত্যাগ করে ইহলোক ত্যাগ করেন। ব্যাক্তি জীবনে তিঁনি ছিলেন সদাচারী, ধর্মপরায়ণ ও
সদালাপী। অতিথি সেবায় তাঁর মানসিকতা এলাকায় প্রশংসা অর্জন করেছেন। এই দিনে সরস্বতী বিশ্বাসের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার জন্য সকল শুভাকাঙ্ক্ষী ও গুনীজনের রাতুল চরণে প্রনতি। ০১আগষ্ট ২০২৫ সালে পিতা মৃত্যুবরণ করার কারণে ব্রাহ্মণের পরামর্শ অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়ার
বিধান না থাকায়, ০১আগষ্ট ২০২৬ সালে সকল সামাজিক কর্মকর্তা, শুভাকাঙ্ক্ষী ও গুনীজনের পরামর্শে নির্ধারিত
পরলৌকিক ক্রিয়া সম্পাদন করা হবে।