মীর দুলাল।। হবিগঞ্জে দুর্নীতিবিরোধী গণশুনানি
শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ননভেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে দুর্নীতিবিরোধী গণশুনানি।
দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং দুদকের সচিব মোহাম্মদ খালেদ রহীম। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
গণশুনানিতে মোট ২০০টি অভিযোগ জমা পড়ে, যার মধ্যে ৮০টি অভিযোগ বাছাই করে শুনানি নেওয়া হয়।
গণশুনানি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, “জনগণের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”