মোঃমাহাবুবুর রহমান। কালিগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান সাইফুদ্দিন হোসাইন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিসট্রেট হিসেবে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রীয় এই মর্যাদাপূর্ণ দায়িত্ব লাভের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতের দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন। তার পদোন্নতির খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, বিচার বিভাগীয় কর্মকর্তা, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কালীগঞ্জ উপজেলার মোল্লাকুয়া গ্রামের
মো: ইসলাম ও মোছাঃ জরিনা খাতুনের সন্তান সাইফুদ্দিন হোসাইন ছোটবেলা থেকেই মেধা, সততা ও নীতিনিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বিচার বিভাগে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক ও বিচার বিভাগীয় মহলের মতে, তার কর্মদক্ষতা, সততা ও দায়িত্ববোধের যথার্থ স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি। কালীগঞ্জসহ ঝিনাইদহ জেলায় তার অর্জনে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, নতুন দায়িত্বেও তিনি ন্যায় প্রতিষ্ঠা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আরও উচ্চ পর্যায়ে দেশের সেবা করার সুযোগ পাবেন।