1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় রাস্তা নির্মাণে বাঁধা । গোপালগঞ্জে নিখোঁজের ০৭ দিন পর পুকুরে গৃহবধূর মরদেহ উদ্ধার। বিলাসবহুল বাইক ও অনিয়মের অভিযোগে তোলপাড়, মেজাজ হারালেন উপজেলা প্রকৌশলী! ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত  নরসিংদীর শিবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা)র ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত । খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি, মাঝেমধ্যে কথা বলছেন। কালীগঞ্জের কৃতি সন্তান পদোন্নতি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম‍্যাজিসট্রেট। বাগেরহাটে জালিবোট উল্টে নদীতে ৫২ যাত্রী বাগেরহাটে দশম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত,

কোটালীপাড়ায় রাস্তা নির্মাণে বাঁধা ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী আব্দুল হক মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আব্দুল হক মিয়া উপজেলা সিকির বাজারের মৃত জালাল উদ্দিন মিয়ার ছেলে। জনসাধারণের চলাচলের এই রাস্তা নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগ করেছেন একই এলাকার অপূর্ব দাস নামে এক ব্যক্তি।
জানাগেছে, উপজেলার সিকির বাজারে ২০২৪/২০২৫ অর্থ বছরে অপূর্ব দাসের বাড়ি সামনে হতে ৯৮ফুট আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করার জন্য পৌরসভা থেকে অনুমোদন হয়। এই রাস্তায় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে গেলে আব্দুল হক মিয়া লোকজন নিয়ে বাঁধা প্রদান করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
অপূর্ব দাস বলেন, আমাদের নিজেদের জায়গার রাস্তা দিয়ে প্রায় ২৫বছর ধরে আমরা ১০টি পরিবার চলাচল করে আসছি। এই রাস্তা উন্নয়নের জন্য পৌরসভা থেকে আরসিসি ঢালাইয়ের কাজ পাশ হয়। কিন্তু সম্প্রতি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করতে আসলে আব্দুল হক মিয়া তার লোকজন নিয়ে কাজে বাঁধা দেয়। এ বিষয়ে আমি আব্দুল হক মিয়ার সাথে কথা বলতে গেলে তিনি আমাকে হত্যা ও দেশত্যাগের হুমকি দেয়। আমি এই জনসাধারণের চলাচলে রাস্তা নির্মানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ার কথা স্বীকার করে আব্দুল হক মিয়া বলেন, পৌরসভা থেকে যে জায়গায় রাস্তা আরসিসি ঢালাইয়ের কাজ পাশ হয়েছে ওই জায়গা আমার। আমি এই জায়গায় রাস্তা ঢালাইয়ের কাজ করতে দিবো না। এই জায়গায় আমি দোকান নির্মাণ করবো। আমি আমার বাড়ির পূর্ব পাশ দিয়ে রাস্তা নির্মাণের জন্য পৌরসভায় আবেদন করেছি। আমি কাউকে হত্যা বা দেশ ত্যাগের হুমকি দেইনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। কাগজপত্র যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট