অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক'কে পাংশা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে পাংশা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানায়।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ রিফাতুল হক'কে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের দ্বায়িত্ব পালন করেন। তিনি ৩৭ তম বিসিএস এ' সুপারিশ প্রাপ্ত হয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। তিনি পাবনার সাথিয়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ছিলেন।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম,যুগ্ন সাধারণ সম্পাদক অতুল সরকার, অর্থ সম্পাদক আব্দুস সোবহান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সদস্য মোঃ তুহিন মন্ডল, মোঃ খাইরুল ইসলাম, মানিক হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক বলেন, বিগত দিনে আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব থাকায় সাংবাদিকতা সম্পর্কে আমার মোটামুটি ধারনা রয়েছে। আমি পাংশার সাংবাদিক সমাজ'কে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহণের সুযোগ সৃষ্টির চেষ্টা করব। তিনি আরও বলেন, আমি পাংশা উপজেলার মানুষের সেবার জন্য এসেছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। আপনারা সমাজের দর্পণ হিসেবে আমাকে সহযোগিতা করবেন।