এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।
সিলেটের গোয়াইনঘাটের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) পদে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন। নিজেদের ন্যায্য দাবির প্রতি কর্তৃপক্ষের নজর আকর্ষণ করতে তারা টানা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, সকাল থেকে গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। আন্দোলনকারীরা জানান, মাঠপর্যায়ে দিন-রাত পরিশ্রম করেও ন্যায্য নিয়োগ বিধি না পাওয়ায় তাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। তারা বলেন, পরিবার পরিকল্পনা সেবা দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা সবসময় নিবেদিতভাবে কাজ করে এসেছেন, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া অত্যন্ত দুঃখজনক।
আন্দোলনকারীরা আরও জানান, গত ২ ডিসেম্বর থেকে তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এবং দাবি মানা না হওয়া পর্যন্ত এই কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। একই সঙ্গে সতর্ক করে বলেন, যদি তাতেও দাবি আদায় না হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, নিয়োগ বিধি ঝুলে থাকায় বহু পরিবার পরিকল্পনা কর্মীর পদোন্নতি, বেতন কাঠামো ও কর্মস্থল নির্ধারণ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে এবং মাঠ পর্যায়ের সেবাদান কার্যক্রমেও প্রভাব পড়ছে। তারা দাবি করেন, দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন করা হলে পরিবার পরিকল্পনা সেবা আরও গতিশীল হবে এবং কর্মীদের ভোগান্তি কমবে।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক পরিবার পরিকল্পনা কর্মী অংশ নেন। উপস্থিত রয়েছেন:
পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI): মোহাম্মদ হোসেন আলী,মোহাম্মদ আলী খাঁন, নূর আহমদ।
পরিবার পরিকল্পনা পরিদর্শিকা (FWV): জাহানারা আক্তার, শাহিদা বেগম।
পরিবার কল্যাণ সহকারী (FWA): মনোয়ারা বেগম, রওশনাড়া আক্তার, এছাড়াও আরো অনেকেই উপস্থিত রয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের ন্যায্য দাবির নিয়োগ বিধি বিষয়টি বিবেচনায় নেবে এবং সমস্যার সমাধান করবে। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।