মীর দুলাল।। এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়াকে ভোরে লন্ডনে নেওয়া হবে। এর আগে চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারলাইনসের মাধ্যমে তিনি লন্ডনে পৌঁছাবেন।
বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ ১৫ জন যাত্রীসহ যাত্রা করবেন।
এর মধ্যে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলিও থাকবেন। ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।