1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাতের অন্ধকারেও নজরদারি: স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও’র হঠাৎ পরিদর্শন! তরুণরা এগিয়ে এলেই দেশ বদলাবে-এনসিপি: নেতা ফয়সল আহমদের বক্তব্যে দৃঢ় অঙ্গীকার! কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু। কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু। আইনজীবীদের মানবকল্যাণে কাজ করতে হবে নরসিংদীর শিবপুরে দাঁড়ি পাল্লার গণজোয়ার সৃষ্টি। খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। হবিগঞ্জ-বানিয়াচং সড়কে ঝুঁকিপূর্ণ রত্না ব্রিজে পাথরবোঝাই ট্রাক আটকে জনদুর্ভোগ বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান দীর্ঘদিন ঝুলে থাকা নিয়োগ বিধি বাস্তবায়নে গোয়াইনঘাটে মাঠপর্যায়ের কর্মীদের কর্মবিরতি!

তরুণরা এগিয়ে এলেই দেশ বদলাবে-এনসিপি: নেতা ফয়সল আহমদের বক্তব্যে দৃঢ় অঙ্গীকার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেটের গোয়াইনঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাওলানা আব্দুল হাফিজ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ
বলেন, দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে তরুণদের হাতকে শক্তিশালী করতে হবে। সরকারি প্রতিটি অফিসে দুর্নীতি ও অনিয়ম জনজীবনকে জর্জরিত করছে। এই অবস্থার পরিবর্তনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারাবদ্ধ। জনগণের অধিকার নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সমর্থন পেলে ভবিষ্যতেও পাশে থাকব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব সালমান আহমদ খুরশেদ ও আলী হোসেন।

এছাড়া বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, প্রতিষ্ঠাতা প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ, সদস্য শামীম আহমদ, লোকমান আহমদ, জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব ও অর্থ সম্পাদক আবিদ হুসেন খান, জাতীয় ছাত্র শক্তি সিলেটের সংগঠক তৌফিক ওমর তানভীর, জুবায়ের আহমদ, কাওছার গাজী, আব্দুল্লাহ আল নোমান, শাহরিয়ার আহমদ, ইমরান হোসেন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, সিলেট জেলার সদস্য মঈনউদ্দিন ও নাদিম মাহমুদ প্রমুখ।

মতবিনিময় সভায় এনসিপির কর্মী ও সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট