মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন বলেন বিধ্বস্ত ও বঞ্চিত শিবপুরকে রক্ষা করতে শিবপুরের মানুষ আজ জেগে উঠেছে।শিবপুরকে নতুন করে গড়ে তুলতে দাঁড়িপাল্লার বিকল্প নেই। আজ সারা শিবপুরে দাঁড়িপাল্লা প্রতিকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে জনগন দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসারকে এমপি নির্বাচিত করবেন। নরসিংদী-৩ (শিবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার এর পক্ষে এক নির্বাচনী গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অদ্য ৫ ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়ক এর ইটাখোলা গোলচত্বর মোড় বালুর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সমাবেশ ও গনমিছিল এর সভাপতিত্ব করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার। সমাবেশে সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা জামায়াতের ইসলামী আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার তাঁর বক্তব্যে বলেন, আমি এই আসনে এমপি নির্বাচিত হলে সন্ত্রাস,চাঁদাবাজি ও মাদক ব্যবসার স্থান হবে না।আজকের গণমিছিলে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণই প্রমাণ করে শিবপুরের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। আগামীদিনের শিবপুর দাঁড়িপাল্লা প্রতিকের শিবপুর। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলা গোল চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা আবদুল লতিফ খান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুর রহমান ভূইয়া,উপজেলা জামায়াতে ইসলামীর মজলিসের শূরা সদস্য অধ্যাপক আতাউর রহমান,শিবপুর উপজেলা জামায়াতে ইসলামী অর্থ সম্পাদক মাঞ্জুরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির এর উপজেলা সভাপতি মাহফুজ আদনান,সেক্রেটারি মাহফুজ মুন্সিসহ উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।