এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধ:।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
শুক্রবার গভীর রাত ১১টায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড হঠাৎ পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের একাধিক সমস্যা চিহ্নিত করেন এবং এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি রোগীদের জন্য পরিচ্ছন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করার তাগিদও দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কর্তৃপক্ষের একার দায়িত্ব নয়; আমাদের সবাইকে সচেতন হতে হবে, তিনি আরও বলেন, এখানে ডাক্তার ও নার্সের সংকট রয়েছে, ডাক্তার সংকট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি শীঘ্রই এ সংকট দূর হবে।
ইউএনও’র আকস্মিক এই পরিদর্শনে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তির পাশাপাশি উন্নত সেবা প্রত্যাশার নতুন আশা দেখা দিয়েছে।