এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।
সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী’র সমর্থনে শনিবার (৬ডিসেম্বর) সন্ধ্যা ০৬:৩০ মিনিটের সময় গোয়াইনঘাট উপজেলা সদরে ব্যাপক গণসংযোগ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে নেতাকর্মীরা ধানের শীষের লিফলেট বিতরণ করে সাধারণ মানুষদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। মিছিল ও লিফলেট বিতরণের মাধ্যমে নেতা-কর্মীরা জনসাধারণের মধ্যে প্রার্থীর প্রতি সমর্থন জোরদার করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালান।
মিছিলের সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম উদ্দিন। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান মেম্বার।
মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ শাহেদ আহমদ। তিনি বলেন, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী-কে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে পেয়ে আমরা মনে করি, আমরা এক ধরনের ‘সোনার খনি’ পেয়েছি। উনি কাজের মানুষ, কারণ সিটি কর্পোরেশন মেয়র থাকাকালীন সময়ে সিটিতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। বর্তমানে শহরের মানুষ উনাকে না পেয়ে কান্না করছে। আমাদের ভাগ্য ভালো যে সিলেট-৪ আসনে আমরা এমন একজন যোগ্য নেতা পেয়েছি। আমরা আশা করি উনি সিলেট-৪ আসনের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ এলাকার জন্য আরও অনেক সুন্দর ও উন্নয়নমূলক কাজ করবেন।
তিনি আরো বলেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই এবং আমাদের নেতা তারেক রহমান-এর রাজনৈতিক দূরদর্শিতা ও সংগ্রামের প্রশংসা করি। আসন্ন নির্বাচনে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পাশে দাঁড়ান।
পথসভায় অন্যান্য বক্তারা উপস্থিত জনতার উদ্দেশ্যে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানাতে আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান, জসীম উদ্দিন, মোহাম্মদ মিয়া, বদরুল ইসলাম, আজাদুর রহমান, নুরুল আমীন, মোশাররফ হোসেন, ইসলাম উদ্দিন, জাকারিয়া পাপলু, ইসমাইল আলি সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
মিছিল শেষে নেতাকর্মীরা গোয়াইনঘাট বাজারে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মিছিল ও পথসভা শেষে নেতৃবৃন্দ আশ্বাস দেন, আগামী দিনে আরও ব্যাপক প্রচারণা চালিয়ে ধানের শীষকে জনসাধারণের মধ্যে শক্তিশালীভাবে পরিচিত করার অঙ্গীকার করছেন।