মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি :
রাজশাহী তানোরে এসো মিলি সবে লোকজ বাংলার নবান্নের উৎসবে'' স্লোগান কে সামনে রেখে রাজশাহীর তানোরে নবান্ন ও বীজ বিনিময় উৎসব-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচন্দর ইউনিয়নের দুবইল মাঠে বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের আয়োজনে এনবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বীজ ভান্ডারের সভাপতি জাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি হেলেনা আক্তার। বিশেষ অতিথি কবি মোহাম্মদ মঈন উদ্দিন শেখ,মুকিত বাবু দুলাল,কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার জাহান, হাছান সিদ্দিকী, শরীফ উদ্দিন,স্বশিক্ষিত কৃষক নুর মোহাম্মদ আলী,কামারগাঁ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাত মৃধা প্রমূখ। এসময় অনুষ্ঠানে বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের সৌজন্যে ৫জন কৃষককে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বেসরকারি সংস্থা বারসিক।