মীর দুলাল।। হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা তদারকিতে মাঠে হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মো: ইয়াছমিন খাতুন। শনিবার (৬ ডিসেম্বর) জেলার হবিগঞ্জ সদর মডেল থানা, কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ি, লাখাই থানা এবং স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার ।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট থানাসমূহের সকল অফিসার ও ফোর্সের খোঁজ-খবর নেন এবং তাদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় থানার রেজিস্টার, মালখানা, সেল, তদন্ত কার্যক্রম ও সার্বিক শৃঙ্খলা ব্যবস্থা পরিদর্শন করেন তিনি। পরবর্তীতে রোলকলের মাধ্যমে অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা তদন্তে গতি বৃদ্ধি ও জনসাধারণের সাথে পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পুলিশ সুপার জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মাঠপর্যায়ে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে