পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জের কোটালীপাড়ায়
ডিসেম্বর বিজয়ের মাসে শহীদ মিনার
অবমাননার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও নেতা কর্মীদের বিরুদ্ধে। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ০৭ডিসেন্বর রবিবার
কোটালীপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে। জানা গেছে রবিবার দুপুরে কোটালীপাড়া মার্কেট থেকে গোপালগঞ্জ -০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখের নেতৃত্বে একটি নির্বাচনী পদযাত্রা শুরু করে নেতা কর্মীরা।
নির্বাচনী পদযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে শেষ হয়।
এসময় সমাবেশ করতে জুতা পায়ে গোপালগঞ্জ -০৩ আসেনর প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখ সহ নেতা কর্মীরা শহীদ মিনারে উঠে পড়ে।
এমন ঘটনায় উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে, জন্ম দিয়েছে আলোচনা আর সমালোচনা।
কোটালীপাড়া উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডের আহবায়ক মো: আবুল কালাম আজাদ বলেন, এখন বিজয়ের মাস চলছে। এমন মাসে শহীদ মিনারে জুতা পায়ে উঠা আপত্তিমূলক বিষয়। যেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই সেখানে জুতা পায়ে উঠে তাদের অশ্রদ্ধা করলাম। তাহলে আমরা শহীদদের জন্য কি করলাম। এমন ঘটনা কোন ভাবেই কাম্য নয়।
এ বিষয়ে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা সভাপতি তসলিম হুসাইন সিকদার বলেন, শুধু বিজয়ের মাস নয় প্রত্যেকটি দিবসে আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের সম্মান জানাতে হবে। আমার মনে হয় এটি তারা না বুঝেই করে ফেলেছে।
এব্যাপারে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ওই সময় আমি পরিষদে ছিলাম না। এমন একটি ভিডিও আমিও দেখেছি। তবে আমার উর্ধতন কর্মকর্তার সাথে কথা না বলে কোন মন্তব্য করতে পারবো না।