এম এ আকবর বিশেষ প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে ফটিকছড়ি উপজেলায় মানববন্ধন, অদম্য নারী পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর উপজেলায় তিন ক্যাটাগরিতে ৩জন নারী পেয়েছেন অদম্য পুরস্কার।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহ'র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহিদ ভূঁয়া,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা,বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,সৈয়দ মুহাম্মদ ইউসুফ,এড.আহমদ কবির করিম, ফটিকছড়ি থানার উপ-পরিচালক সুৃমন ও ভূজপুর থানার উপ-পরিদর্শক বজলুর রহিম প্রমূখ।
পল্লবী খাস্তগীরের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন-শিক্ষিকা জোহরা খানম,নাছিমা বেগম ও উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী নিজাম উদ্দিন ভুঁইয়া।
আলোচনা সভা শেষে সফল অদম্য জননী হিসেবে সৈয়দা কুলসুমা আকতার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জোহরা খানম, সমাজ উন্নয়নে নাসিমা খানমকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।