1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জাহিদ খানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল ও পথসভা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

 

এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেটের গোয়াইনঘাটে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খানের বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াইনঘাটে এ কর্মসূচি পালন করা হয়।

গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাহিম আল হাসান এবং লেঙ্গুড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিম আহমদের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট কেয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি গোয়াইনঘাট বাজার প্রদক্ষিণ করে সবজি বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্যে ফাহিম আল হাসান বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কথা বলতে গিয়ে যুবদল নেতা জাহিদ খান ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলার শিকার হন এবং কারাবরণ করেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দল তাৎক্ষণিকভাবে তাকে সাময়িক বহিষ্কার করলেও পরবর্তীতে তদন্ত শেষে তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তিনি বলেন, দলের এই ন্যায়সংগত ও সময়োপযোগী সিদ্ধান্ত প্রমাণ করে যে বিএনপি ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকে। জাহিদ খানের দলে প্রত্যাবর্তনের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে।

ধানের শীষের পক্ষে বক্তব্যে ফাহিম আল হাসান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী একজন পরীক্ষিত, জনবান্ধব ও জনপ্রিয় নেতা। তিনি বলেন, আরিফুল হক চৌধুরী নির্বাচিত হলে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জসহ সিলেট-৪ আসনের সার্বিক উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখবেন। এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন লেঙ্গুড়া ইউনিয়ন যুবদল নেতা ফুরকান আহমদ, নোমান আহমদ, সুনু মিয়া, রাজিব আহমদ, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন যুবদল নেতা গিয়াস উদ্দিন, সদর যুবদল নেতা নাজিম উদ্দিন, দেলোয়ার আহমদসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং একই সঙ্গে ধানের শীষের পক্ষে সমর্থন ও প্রচার চালান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট