
আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার( কুমিল্লা)
১৬ ডিসেম্বর লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিত ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু ও সরকারের অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন। এসময় শহীদ মুক্তিযুদ্ধাদের স্মরনে দোয়া মুনাজাত ও মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিজয় মেলায় স্টল নিয়ে অংশগ্রহন করেন সরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক সংগঠনগুলো। দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে আলোকসজ্জিত করা হয় বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনগুলো।
মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম ও প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফাহমিদা আফরোজের সঞ্চালনায় দিনব্যপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুলাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মমিন আলী, পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, উপজেলায় কর্মরত দৈনিক যুগ যুগান্তর পত্রিকা সাংবাদিক জয়নাল আবদীন জয়,দৈনিক শিরোনাম পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,দৈনিক ভোরের কলাম পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন,দৈনিক কুমিল্লা কণ্ঠ পত্রিকা ও এস.ডি টেলিভিশনের সাংবাদিক আহসান উল্লাহ রাজু, দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সাংবাদিক খান মোঃ রুবেল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,লালমাই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।