
পলাশ চন্দ্র বিশ্বাস , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জে সুজনের জেলা কমিটির উদ্দোগে আজ বৃহস্পতিবার ‘ সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা ‘ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কবি বাবু রবীন্দ্রনাথ অধিকারী। আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু
ও জেলা কমিটির সম্পাদক ফিরোজ আহমেদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা খোলা মনে সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্চ মোকাবেলায়
করনী বিষয় গুরুত্বপূর্ণ মত প্রকাশ করেন। সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুুদুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচন জাতির জন্য অপরিহার্য। আমরা যদি একটি অবাধ ও গ্রহণযোগ্য
নির্বাচন আয়োজনে ব্যার্থ হই তাহলে জাতি হিসেবে অনেক পিছিয়ে যাব। সুজনের জেলা কমিটির সভাপতি বাবু রবীন্দ্রনাথ অধিকারী বলেন, দেশের জনগণ একটি অবাধ ও নিরেপক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে।
সরকারের উচিত জনমতের প্রতিফল বাস্তবায়ন করা।