মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, বিএনপি'র সমর্থকদের, তোপের মুখে, ১৯ শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার, পাঁচ ঘটিকার সময়, তার ব্যবসা প্রতিষ্ঠান মডেল গ্রুপের সামনে, নারায়গঞ্জের সকল বিএনপি নেতৃবৃন্দ যখন, পুনরায় নির্বাচন ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল, চলাচলের রুটের মধ্যে বসে পড়েন এবং বলেন যতক্ষণ পর্যন্ত পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ,জনগণের বন্ধু, মাসুদুজ্জামান মাসুদ, পুনরায় নির্বাচন করার ঘোষনা না দিবেন, ততক্ষণ পর্যন্ত বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থক বৃন্দ রাজপথ ছাড়বেন না।
তাহার ধারাবাহিকতায়, গণমাধ্যমের ও জনগণের সম্মুক্ষে মাসুদুজ্জামান মাসুদ পুনারাইন নির্বাচন করার অঙ্গীকার প্রদান করেন।
যারা উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন, বিএনপির নেতৃবৃন্দ, মহানগরের আহ্বায়ক এডভোকেট আবু ইউসুফ টিপু,
মোঃ আনোয়ার হোসেন আনূ যুগ্ন আহবায়ক মহানগর,
মোহাম্মদ সাখাওয়াত ইসলাম রানা, আহবায়ক স্বেচ্ছাসেবক দল,
কৃষক দলের সভাপতি, মোহাম্মদ স্বপন,
বাক্সেদুল আলম খুরশেদ ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার,
শওকত হাসেম শুকু, সাবেক কমিশনার ১২ ওয়ার্ড,
মোহাম্মদ সজল, কৃষকদলের সভানেত্রী, লিপি খন্দকারসহ , মোঃ জুলহাস সদর থানা, মোহাম্মদ মাসুদ মোল্লা ও রনি মল্লিক , মাহফুজুর রহমান বিভিন্ন নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া এলাকাতে শুরু করে, কানপুর জেনারেল হাসপাতাল হয়ে, তাছাড়া দিয়ে মাসুদুজ্জামান মাসুদের ব্যবসা প্রতিষ্ঠান মডেল গ্রুপে গিয়ে, তাহারা তাহাদের দাবি উপস্থাপনা করেন এবং রাজপথে বসে পড়েন, তাদের দাবির প্রিপেক্ষিতে, আলহাজ্ব মাসুদুজ্জামান মাসুদ, পুনরায় নির্বাচন করার ঘোষণা প্রদান করেন সকল নেতৃবৃন্দ সাংবাদিক বিন্দু এবং আমজনতার সামনে,
তার ঘোষণার মধ্যে দিয়ে, পুনরায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আত্মহারা হয়ে ওঠেন।
পুনরায় নারায়ণগঞ্জ পাস আসনের জনপ্রিয়তা নেতা এবং সকলের পছন্দ অনুযায়ী প্রার্থী, পেয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেন।