অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বিয়ের ৪ মাসের মাথায় সুরাইয়া আক্তার (১৭) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে বটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহ বধূর সুরাইয়া আক্তার ধুলদী জয়পুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। ৪ মাস আগে তাদের বিবাহ হয়েছে বলে জানা যায়। সুরাইয়া ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিভ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইননি ব্যবস্থা প্রক্রিয়াধীন।