মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে বন বিভাগের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। পাচারের আগেই কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হওয়ায় বড় ধরনের বন ধ্বংসের আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে সংরক্ষিত এই বনাঞ্চল।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯/১২/২০২৫ইং শুক্রবার ভোর রাতে পরিচালিত অভিযানে রশিদপুর বনবিট এলাকা থেকে ৩৪ টুকরো গোল কাঠ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ প্রায় ৮৩.২১ ঘনফুট। এছাড়াও জব্দ করা হয় ৫টি আকাশমণি মোথা। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে গোপনে বন থেকে এসব গাছ কেটে মজুত করা হয়েছিল।
অভিযান পরিচালনায় সার্বক্ষণিক সহযোগিতা করেন সিএমসি সহ-সভাপতি ইখলাস মিয়া। পাশাপাশি সিপিজির সকল সদস্য, স্থানীয় ভিলেজার, কালেঙ্গা বিটের বিট অফিসার ও সংশ্লিষ্ট বন বিভাগের স্টাফ, হেডম্যান এবং সিপিজি টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন রশিদপুর বনবিটের বিট অফিসার রেজভী বিশ্বাস এবং কালেঙ্গা বনবিটের বিট অফিসার আল আমিন। তাঁদের তাৎক্ষণিক তৎপরতা, নেতৃত্ব ও সমন্বিত উদ্যোগেই উদ্ধারকৃত কাঠগুলো নিরাপদে জব্দ করা সম্ভব হয়।
এ বিষয়ে কালেঙ্গা ডেপুটি রেঞ্জার আব্দুল খালেক জানান, জব্দকৃত কাঠের ঘটনায় বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে বন উজাড় ও কাঠ পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে তিনি জানান।