
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে (বিজয়নগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন)এর আয়োজনে পঞ্চম শ্রেণির মেধা যাচাই (বৃত্তি)পরিক্ষা -২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে গত রবিবার থেকে শুরু হয়েছে। আজ সোমবার শেষ হবে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা। দুই শিফটে এ মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফট সকাল ১০ টা থেকে সাড়ে ১২ পর্যন্ত ও দ্বিতীয় শিফট দুপুর দেড় টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত। মেধা যাচাই পরিক্ষায় এ বছর উপজেলার ১০টি ইউনিয়নের ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেনির মোট ৩২৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। এর মধ্যে ছাত্র ১৩৭ জন ,ছাত্রী ১৮৮ জন পরীক্ষায় অংশ নেয়।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো: শাহ আলম স্যার জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পঞ্চম শ্রেণির মোট ৩২৫ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করেছে।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন পরিক্ষা নিয়ন্ত্রক মো: সেলিম মৃধা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন গুলোও প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এসোসিয়েশনের এ আয়োজনে আশা করছি শিশু শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক ভাবে সামনে দিকে এগিয়ে যাবে।
এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পাশাপাশি সার্বিক ব্যবস্হাপনার দায়িত্বে ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া স্যার।