আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)
লালমাই উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা,মোবাইল,র-পেপার এবং নগদ টাকা সহ মোঃ ইসমাইল হোসেন সবুজ নামের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২২ ডিসেম্বর (সোমবার) অক্টোবর রাত ৯টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন সৈয়দপুর রাস্তার মাথায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দোকান তল্লাশি করে ৬২পিস ইয়াবা,১টি মোবাইল ফোন,৪৪পেকেট র-পেপার এবং নগদ ১৯০০০/-(উনিশ হাজার টাকা) সহ সৈয়দপুর গ্রামের জহুর মিয়ার ছেলে মোঃ ইসমাইল হোসেন সবুজ কে যৌথবাহিনির অভিযানে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত অপরাধী, মাদক এবং অন্যান্য সামগ্রী সহ লালমাই থানা পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।