শামীম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষে গোয়াইনঘাটে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার চত্তরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুবু আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনে ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আমিসহ আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আমরা সবাই ধানের শীষের খাদিম এটাই আমাদের বড় পরিচয়। আমি সাধারণ কর্মি হিসেবেই আমাদের দলীয় প্রতিক ধানের শীষের জন্য মনোনীত হয়ে এসেছি। বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিশাল একটি পরিবার। নির্বাচন আসলে আমরা অনেকেই মনোনয়ন চাই। সংসদ সদস্য পদপ্রার্থী হতে চাই। কিন্তু দল একজনকেই মনোনয়ন দেয়। মনোনয়ন বঞ্চিত আব্দুল হাকিম চৌধুরী ও হেলাল উদ্দিনও বিএনপির যোগ্য পদপ্রার্থী। তারা আমার ভাই, আমার এই মনোনয়ন শুধু আমার নয় এটা তাদের এবং আমরা সবার। আসন্ন ত্রয়োদম জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, সমর্থন দিয়ে আমাদের দলীয় প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে হবে। প্রতিদ্ধন্ধি কাউকেই ছোট ভাবার কোন অবকাশ নাই। ভেদাভেদ ভূলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপার্সন বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বিএনপির মনোনীত পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান একদিন পরই দেশে ফিরছেন,তিনি দেশে ফিরে আসলেই বিএনপি সারা দেশে আরও জেগে উঠবে,সবাই আরও উজ্জীবিত হয়ে বিএনপি তথা ধানের শীষের জন্য কাজ করবে। অনুষ্ঠানে সমবেত বিএনপির নেতাকর্মীদের চোখকান খোলা রেখে বিএনপির বিজয় নিশ্চিত করতে আহবান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন,আমাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর এখানকার উন্নয়ন চিত্র বদলে দেয়ার দায়িত্ব আমার। ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগিতা ও মূল্যবান ভোটে বিজয়ী হওয়ার এক বছরের ভিতরে গোয়াইনঘাটের সিংহভাগ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়ন করবো।
অনুষ্ঠানের প্রধান বক্তা গোয়াইনঘাট উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরি বলেন, আমিও সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু দল আরিফুল হক চৌধুরী কে ধানের শীষের মনোনয় দিয়েছে। যেহেতু দলের উর্ধ্বে কোন ব্যক্তি নয় তাই আমরা সবাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আরিফুল হক চৌধুরী তথা ধানের শীষের সমর্থনে এক্যবদ্ধ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি দৌলত হাসান ফয়েজ, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আহমদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজান সিদ্দিকি, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সম্মানিত সদস্য মাসুক আহমদ, খোরশেদ আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতিকুর রহমান, তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা জাসাসের সদস্য সচিব আব্দুর রব, লেংগুড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামিম আহমদ, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি পরিষদের আহ্বায়ক নাসির উদ্দীন,
সদস্য সচিব বিলাল উদ্দিন প্রমুখ।